রবিবার, ১০ অগাস্ট ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ১০ অগাস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ দাউদকান্দিতে হেফাজতে ইসলামের জুলাই শীর্ষক আলোচনা সভা আর কোন নব্য ফ্যাসিবাদকে বাংলাদেশে জন্ম হতে দেয়া যাবে না: মনিরুজ্জামান বাহলুল দাউদকান্দিতে ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজার ও কালাডুমুর নদীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের ৬ দফা করণীয় ঘোষণা দেশে প্রথমবারের মতো স্বল্প খরচে নেটিভ এ্যাড প্ল্যাটফর্ম চালু করলো ফেইথ এন্ড ফেয়ার দাউদকান্দিতে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থীর মোটর শোভাযাত্রা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তুভূক্ত করার দাবীতে দাউদকান্দিতে মানববন্ধন দাউদকান্দিতে মরহুম ভিপি আব্দুস সাত্তারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল দাউদকান্দিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্র শিবির দাউদকান্দিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে শিক্ষা উপকরন বিতরণ কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি ও সম্পাদককে মালয়েশিয়ায় উষ্ণ সংবর্ধনা সিঙ্গাপুরে সেরা রেমিটার্স সম্মাননায় ভূষিত হলেন হোল’ কর্পোরেশন” আমার রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু, পরিচিত আপনজন ও শুভাকাঙ্ক্ষীগণ আমাকে ক্ষমা করে দিবেন বসার জায়গা কেমন হবে জান্নাতে? | প্রধান খবর দাউদকান্দিতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ বিএনপির গণজোয়ার দেখে মাথা নষ্ট হয়ে গেছে: ড.খন্দকার মারুফ দাউদকান্দিতে ভয়েজার স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

"উন্নয়নের ৪ মাসের মধ্যেই খোঁড়াখুঁড়ির হিড়িক"

"উন্নয়নের ৪ মাসের মধ্যেই খোঁড়াখুঁড়ির হিড়িক"
দীর্ঘদিন অপেক্ষার পর একটি সড়কে যখন উন্নয়নের ছোঁয়া লাগে, তখন জনগণ মহা খুশি হন। কিন্তু যখন কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ সমাপ্তির ৪ মাসের মাথায় ওই সড়কই আবার নতুন করে খোঁড়াখুঁড়ি শুরু হয়' তখন আমজনতার মনে প্রশ্ন জাগে,

তাহলে চার মাস আগে কেন এ সড়কের উন্নয়ন সমাপ্ত করা হলো? যেখানে ঢাকার বিভিন্ন সড়ক খানাখন্দকে পরিপূর্ণ, সেখানে সুন্দর ও মজবুত ভাবে একটি সড়ক উন্নয়নের চার মাস যেতে না যেতেই কি কারণে এবং কাদের স্বার্থে খোড়াখুড়ির হিড়িক পড়েছে, তা নিয়ে চলছে কানাঘুষা।

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর অধীন ৫০ নং ওয়ার্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশ, কাজলা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলঘর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত যে সড়কটি, সেটির উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে গত ১ মার্চ।

সড়ক উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় বারো কোটি ঊনত্রিশ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত তারিখে কাজ সমাপ্ত করে সিটি কর্পোরেশনের কাছে সড়কটি বুঝিয়ে দেয় এবং যথারীতি এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সড়ক উদ্বোধন শেষে মেয়র তাপস বলেন, এই সড়ক যেভাবে উন্নয়ন করা হয়েছে, আশা করা যায় আগামী ১০ বছর এ সড়কের উন্নয়নে আর হাত দিতে হবে না। কিন্তু মেয়রের সেই আশার বাণী চার মাস যেতে না যেতেই ভেস্তে দিল কিছু কর্মকর্তা।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে সুয়ারেজ লাইন নির্মাণের জন্য সড়ক কাটার অনুমতি নেয়। যদিও সিটি কর্পোরেশন কর্মকর্তাদের দাবি, তারা মহাসড়ক কাটার কোন অনুমতি ওয়াসাকে দেয়নি।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোঃ বোরহান উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এই বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন, অঞ্চল ৫ এর নির্বাহী প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ।

প্রতিবেদক নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সিটি কর্পোরেশন ওয়াসাকে মহাসড়ক কাটার কোন অনুমতি দেয় নাই। বিভিন্ন ওয়ার্ডের ভিতরে যে সড়কগুলো আছে, কেবল সেগুলোর মধ্যদিয়ে ওয়াসার লাইন করার অনুমতি দেয়া হয়েছে।
ওয়াসা অনুমোদনহীন ভাবে এই কাজ করেছে বলেও তিনি দাবি করেন।

প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, এ বিষয়ে ওয়াসার পিডির কাছে জবাব চাইলে তিনি নাকি ভুল স্বীকার করেছেন। তিনি আরো জানান, কোনভাবেই এই মহাসড়কে খোঁড়াখুঁড়ি বা কাটার কোন অনুমতি অতীতেও সিটি কর্পোরেশন দেয়নি ভবিষ্যতেও দিবে না।

প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কোথাও তিনি জানান। বর্তমানে এ সড়কে ওয়াসা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখলেও এলাকাবাসী মনে করছেন এটা সাময়িক। হয়তো মেয়রের বক্তব্য উপেক্ষা করে কতিপয় কর্মকর্তার যোগসাজসে আবারো সড়কে খোঁড়াখুঁড়ি এবং কাটা শুরু হতে পারে।

এতে সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা বিনষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকাবাসি উন্নয়ন সম্পন্ন সকল সড়ক বিশেষ তদারকিতে নেয়ার জন্য টাস্ক কোর্স গঠনেরও দাবি জানান। যাতে যত্রতত্রভাবে সড়কের ক্ষতিসাধন এবং অর্থের অপচয় না ঘটে। সূত্র: দৈনিক সংবাদ প্রতিদিন'অনলাইন।

পিকে/এসপি
নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ

নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ